Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিকসভা সমূহ

মাসিক সভা সমূহ পাঁচুপুর ইউনিয়ন পরিষদে প্রতি মাসের ৩০ তারিখে (শুক্রবার,শনিবার সরকারী ছুটির দিন বাদে) মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় বিভিন্ন খাত ও কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এই সকল কাজ ও খাত বিষয়ের উপর ভিত্তি করে মাসিক সভার রেজুলেশন তৈরি করা হয়। এবং মাসিক সভার রেজুলেশন ৫ দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়। খাত ওকর্মকান্ডসমূহ প্রকল্প তৈরির পর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য,আনুমানিক ব্যয় নির্ধারণ। প্রকল্প বাস্তবায়ন । প্রকল্প মূল্যায়ণের সময় ভবিষ্যতের জন্য সতর্কতা এবং প্রয়োজনীয় সংশোধনী বিষয়ে মত । ইউনিয়ন পরিষদের ভি,জি,ডি ও ভি,জি,এফ কমিটিতে সচিব,সদস্য, গ্রামপুলিশের মধ্যে দায়িত্ব বন্টন । ইউনিয়ন পরিষদের ট্যাক্স বহির তালিকা দেখে রিলিফ বা সাহায্য কোন কোন দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টন করা । বিভিন্ন কর্মসূচী প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ণের নথি সংরক্ষণ করা। তাছাড়া আইন- শৃংখলা , ভি জি ডি , নারীও শিশু পাচার, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা , কৃষি সহ বিভিন্ন কার্যক্রম করা হয়।