Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ

 

৪নংপাঁচুপুর ইউনিয়ন পরিষদের  ওয়েবপোর্টালে

 

আপনাকে স্বাগতম

 

 

নওগাঁ  জেলার আত্রাই উপজেলাধীন ৪নং পাঁচুপুর  ইউনিয়ন একটি শিক্ষা সংস্কৃতি সহ মৃৎ শিল্প,মৎস,বাবসা বানিজ্য ওকৃষি প্রধান অঞ্চল। এখানকার মানুষজন বিভিন্ন পেশায় জরিত শিক্ষক সরকারী চাকুরি ছাড়া মৎস্য জিবি এবং বিভিন্ন পেশার শ্রম জীবিকোন না কোন ভাবে এ এলাকার মানুষকৃষি কাজের সাথে জড়িত। এছাড়া পাঁচুপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করে আসছে।

 

 

 

 

অবস্থানঃ

 

উত্তরে ২নং ভোঁপাড়া ইউপি, দক্ষিণে নাটোর জেলার নলডাঙ্গা থানা, পূর্বে বিশা ইউপি ও মনিয়ারী ইউপি,পশ্চিমে গৌর নদী তীরে আহসানগঞ্জ রেল ওয়ে স্টেশন, মধ্যস্থানে ৪ নং পাঁচুপুর ইউ,পির অবস্থান।

 

 নামঃ

 

৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ

 

আয়তনঃ

 

 

 লোকসংখ্যাঃ২২১৮৯ জন সুত্রঃ২০১১আদম শুমারী অনুযায়ী

 

বসবাসরত জাতিঃ

মুসলিম, হিন্দু,ও আদিবাসী।

 

গ্রামের সংখ্যাঃ

৩৪টি।

 

 মৌজার সংখ্যাঃ

34টি।

 

 হাট/বাজারের সংখ্যাঃ

১টি।

 

যোগাযোগের মাধ্যমঃ

ইহা উপজেলা সদর ইউনিয়ন, জেলা সদর থেকে বাস/টেম্পু/সিএনজি যোগে অত্র ইউনিয়নে যাতায়াত করা যায়।

 

 শিক্ষা ব্যবস্থাঃ

 

 গুরুত্বর্পূণ ধর্মীয় স্থানঃ

 

 

ঐতিহাসিক/পর্যটন স্থানঃ

 

 

 দায়িত্বরত চেয়ারম্যানঃ

 

মোঃ এমদাদুল হক পিন্টু

 

ইউপি ভবন স্থাপনকালঃ

১৯৩১ ইং

 

নবগঠিত পরিষদের বিবরণঃ

                                   

গ্রাম সমূহের নামঃ

 

(১ নং ওয়ার্ড )

পাঁচুপুর

পার পাঁচুপুর

উজানপাড়া

 

(২ নং ওয়ার্ড)

গুড়নই

পারগুড়নই

মালিপুকুর

 

(৩নং ওয়ার্ড)

চকবিষ্টপুর

জগদাস

শিকারপুর

খরের বাড়ী

পাটিকা বাড়ী

 

(৪নং ওয়ার্ড)

সাহেবগঞ্জ

মধুগুড়নই

 

(৫নং ওয়ার্ড)

শিবপুর

বিহারীপুর

পাঁচপাকিয়া

জগদীশপুর

মোল্লাপাড়া

পারকাসুন্দা

 

 (৬ নং ওয়ার্ড)

খনজোর

জয়সাড়া

বিলগলিয়া

 

(৭ নং ওয়ার্ড)

নবাবের তাম্বু

পবনডাঙ্গা

 

(৮নং ওয়ার্ড)

বিপ্রবোয়ালিয়া

খোর্দ্দবোয়ালিয়া

গোপালবাটী

বাঁকীওলমা

কাঁন্দওলমা

 

(৯ নং ওয়ার্ড)

কোলা

কাসুন্দা

মধ্যবোয়ালিয়া

জয়নাথপুর

ধুলাউড়ী

 

ইউনিয়ন পরিষদ জনবলঃ

          ১) নির্বাচিত পরিষদ সদস্য– ০৯জন(পুরুষ)

                      ২) নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য- ০৩ জন (মহিলা)

  ৩) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

   ৩) ইউনিয়ন গ্রামপুলিশ– ১০ জন।