Title
পাঁচুপুর কালী বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির।
History
<p>উক্ত পাঁচুপুর কালী বাড়ি দূর্গা মন্দিরটি আত্রাই উপজেলার প্রধান গৌড় নদীর তীরে অবস্থিত। এবং অত্র ইউনিয়ন তথা আত্রাই উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের একটি প্রান কেন্দ্র। উক্ত মন্দিরকে ঘিরে দূর্গা ফুজা ও কালীপূজার সময় প্রতি বছর সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের একটি মিলন মেলা ঘটে।</p>