History
<p>পারকাসুন্দা জামে মসজিদটি শত বৎসরের পুরোনো ততকালীন প্রবীন ব্যাক্তি মরহুম কছিমদ্দিন সরদার নিজ উদ্যেগে উক্ত মসজিদ নির্মান করেন। এবং মজজিদের জমি দাতা ছিলেন আরেক প্রবিন ব্যাক্তি মরহুম ঘেতন প্রাং পরবর্তিতে মরহুম কছিমদ্দিন সরদার তাঁর সমস্ত সম্পত্তি উক্ত মসজিদের নামে ওয়াকফ্ করে দেন। দাঁড়ীয়াগাথী নিবাসী মরহুম বছির চৌধুরী উক্ত মসজিদে ১৮ বিঘা সম্পত্তি ওয়াকফ্ করেন । বর্তমানে মসজিদটি সংস্কার করা হয়।</p>