Transportation
আত্রাই উপজেলা তথা পাঁচুপুর ইউনিয়ন পরিষদ হতে ৯কিঃ মিঃ পূর্ব দিকে পতিসর গ্রামে উক্ত কাচারী বাড়ির অবস্থান যা মনিয়ারী ইউনিয়নে অবস্থিত। অত্র ইউনিয়ন হতে বাস সিএনজি ভ্যান যোগে উক্ত রবিন্দ্র নাথের পতিসর কাচারী বাড়ি যাওয়া যায়। ইহা ৬নং মনিয়ারী ইউনিয়নে অবস্থিত যা অত্র ইউনিয়ন সহ আত্রাই উপজেলা তথা জাতীয় পর্যায়ে উক্ত কাচারী বাড়ি দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে। এবং প্রতি বছর এই কাচারী জাতীয় ভাবে রবিন্দ্র নাথের জন্ম দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।
Details
কালীগ্রাম পরগুনা পরিচালনার ক্ষেত্রে ও প্রান্তিক কৃষকদের প্রতি ভালবাসার প্রতিকচিহ্ন হিসেবে আজও ঠাঁই দাড়িয়ে আছে । যাহার প্রতিষ্ঠাতা কবি গুরু বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।